ফুলবাড়ীয়া: শুরুতে রীতিমতো টর্নেডো তোলা ম্যাচে শেষ পর্যন্ত দিল্লি ক্যাপিটালসকে ২৬৭ রানের টার্গেট দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
এই ম্যাচে এক আজব ঘটনাই ঘটিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম পাওয়ার প্লে’র ছয় ওভারেই তুলে নিয়েছিল ১২৫ রান। আর এই রান তুলতে কোনো উইকেটও হারায়নি তারা। স্বীকৃত টি-টোয়েন্টির ইতিহাসে পাওয়ার প্লেতে রান তোলার রেকর্ডই করলো তারা।হায়দরাবাদের হয়ে এই অসাধ্য সাধন করেছেন ট্রাভিস হেড ও অভিষেক শর্মার জুটি। পাওয়ার প্লে শেষে হেড ২৬ বলে ৮৪ ও অভিষেক ১০ বলে ৪০ রান করে অপরাজিত ছিলেন। সপ্তম ওভারের দ্বিতীয় বলে অভিষেককে (১২ বলে ৪৬) ফেরান কুলদীপ। ভাঙে তাদের ১৩১ রানের জুটি।
এরপর উত্থান পতনের নানা গল্পে শেষ পর্যন্ত সাত উইকেট হারিয়ে ২৬৬ রান তুলতে পেরেছে হায়দরাবাদ।
দিল্লির হয়ে ৪ ওভারে ৫৫ রান দিয়ে কুলদীপ যাদব নিয়েছে ৪ উইকেট।
প্রতিষ্ঠাতা সম্পাদক: ড. জাহাঙ্গীর আলম
কার্যালয়: উপজেলা পরিষদ সংলগ্ন, মেইন রোড, ফুলবাড়ীয়া, ময়মনসিংহ