ফুলবাড়ীয়া প্রতিদিন

এগিয়ে থাকে, এগিয়ে রাখে

ফুলবাড়ীয়া সবশেষ

ফুলবাড়িয়ায় ৭দিন মেয়াদীপারিবারিক গাভী পালন প্রশিক্ষন উদ্বোধন

মোঃ হেলাল উদ্দিন উজ্জ্বল :স্মার্ট যুব,সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যে  ময়মনসিংহের ফুলবাড়িয়া যুব উন্নয়ন  অধিদপ্তর ফুলবাড়িয়া ময়মনসিংহ  আয়োজনে  বাকতা রুহুল ডাক্তারের বাড়ীতে ২০২৩ -২০২৪ অর্থ বছরের ৭ দিন মেয়াদী পারিবারিক গাভী পালন১০ম ব্যাচের প্রশিক্ষন উদ্বোধনী করা হয়েছে। অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষন কর্মসূচি রাজস্ব আওতায় বেকার যুব/যুব মহিলাদের০৭ সাত দিন মেয়াদী দক্ষতা বৃদ্বি মূলক পারিবারিক গাভী পালন প্রশিক্ষন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, ময়মনসিংহ সহকারী পরিচালক নূর মোহাম্মদ। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফুলবাড়িয়া রওশন জাহান সভাপতিত্বে পারিবারিক গাভী পালন প্রশিক্ষন কোর্স কো-অর্ডিনেটর দায়িত্ব পালন করেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র রায়, সফল আত্মকর্মী মোঃ রুহুল আমিন প্রমুখ বক্তব্য রাখেন। ৭ দিন মেয়াদী পারিবারিক গাভী পালন প্রশিক্ষন টি২৩ এপ্রিল -২৯এপ্রিল পর্যন্ত চলবে।