রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ কেন্দ্রের মোট ৩টি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৪ হাজার ৭৩৫ জন ভর্তিচ্ছুর মধ্যে ৪ হাজার ২৩৬ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। পরীক্ষায় ৮৯ দশমিক ৪৬ শতাংশ ভর্তিচ্ছু অংশ নেন।
শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সারা দেশে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ছাড়াও বিকেলে ৩টায় আর্কিটেকচার বিভাগে ভর্তিচ্ছু ১০৪ জন শিক্ষার্থী অঙ্কন পরীক্ষায় অংশ নেবেন।
এদিকে ভর্তি পরীক্ষার্থীদের শহর থেকে ক্যাম্পাসে আসার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিবহনের ব্যবস্থা করেন। এ ছাড়া ভর্তি পরীক্ষার্থীর সার্বিক সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব, সংগঠন নিয়োজিত ছিল। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, স্থানীয় পুলিশ, মেডিকেল টিম নিয়োজিত ছিল।
জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৩ মে ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১০ মে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, প্রথমবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ৭০ জন অধ্যাপক রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সহায়তা করার জন্য কক্ষ পরিদর্শক হিসেবে নিয়োজিত ছিলেন।
প্রতিষ্ঠাতা সম্পাদক: ড. জাহাঙ্গীর আলম
কার্যালয়: উপজেলা পরিষদ সংলগ্ন, মেইন রোড, ফুলবাড়ীয়া, ময়মনসিংহ