ফুলবাড়ীয়া প্রতিদিন

এগিয়ে থাকে, এগিয়ে রাখে

সবশেষ সাহিত্য

বরুকা

বরুকা

ড. জাহাঙ্গীর আলম

ছোট্ট গ্রাম বরুকা গাছ পালা ঘেরা

মনে হয় এ গ্রাম ফুলবাড়ীয়ার সেরা।

মাঠ ভরা ধান পাট বেগুন আর সবজি

গাভীদের দুধ খাই ডুবে যায় কব্জি।

ফুল ফুটে পাখি ডাকে ভোর বিহনে

হাঁস ডাকে প্যাক প্যাক রোজ উঠানে।

কৃষকেরা যায় না এখন আর লাঙ্গল নিয়ে মাঠে

ট্রাক্টর চাষ করে মাড়াই কলে ধান ছাটে।

লেখা পড়া করে সবে হবে বড় লোক

আমি যে সুখি তাই, বরুকার লোক।