শহিদুল ইসলাম : “স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ২০২৩—২৪ অর্থ বছরে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কর্মসূচি রাজস্ব এর আওতায় বেকার যুব/ যুব মহিলাদের ৭ দিন মেয়াদী দক্ষতা বৃদ্ধিমূলক পারিবারিক গাভী পালন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে ও ফুলবাড়িয়া এপি, ওয়ার্ল্ড ভিশনের সার্বিক সহযোগিতায় মঙ্গলবার উপজেলার ছনকান্দা বহুমূখী উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি), ফুলবাড়িয়া ময়মনসিংহ সেলিনা আক্তার। এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া এপি, ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার জেমস বিশ্বাস, প্রোগ্রাম অফিসার সোমা চৌধুরী, যুব উন্নয়ন অফিসার রওশন জাহান, সহকারী অফিসার স্বপন সাহা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল ইসলাম বাদশা প্রমূখ। যুব মহিলাদের সাথে কথা বলে জানা যায়, এধরনের প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পেরে তারা খুবই আনন্দিত।
প্রতিষ্ঠাতা সম্পাদক: ড. জাহাঙ্গীর আলম
কার্যালয়: উপজেলা পরিষদ সংলগ্ন, মেইন রোড, ফুলবাড়ীয়া, ময়মনসিংহ