ফুলবাড়ীয়া প্রতিদিন

এগিয়ে থাকে, এগিয়ে রাখে

সাহিত্য

অস্ত্র

অস্ত্র

অংশুমান কর

আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না।

মনে রাখবেন, বাংলা আমার মাতৃভাষা।

এই ভূখণ্ড শ্যামল, সজীব, নদীবিধৌত।

এই ভূমির মতোই আমি একজন কোমল মানুষ

কিন্তু আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না।

আমি লড়াই করতে জানি।

ঘন কৃষ্ণ মেঘের চক্রব্যূহে যেভাবে ঢুকে পড়ে ইস্পাত রঙের চাঁদ আর তারপর

অভিমন্যুর মতো ভূপতিত না-হয়ে বেরিয়ে এসে

লাজুক রাধাচূড়া গাছের কপালে পরিয়ে দেয় জোৎস্নার টিপ,

আমিও সেভাবেই সভ্যতার সংকটের ঊর্ণনাভ-জাল ছিন্ন করে

কিশোরী পৃথিবীর কপালে পরিয়ে দেব ছোট্ট শিউলি ফুলের মতো একখানা টিপ।

আমাকে ভয় দেখিয়ে লাভ হবে না।

যে-কোনো সংকটের মুখোমুখি হতে আমি প্রস্তুত।

আমি একজন কোমল মানুষ কিন্তু আমার কলিজা সিংহের।

মনে রাখবেন আমি বাংলা ভাষায় কথা বলি

আর তাই যুদ্ধে আমি ভয় পাই না।

আমার শিরস্ত্রাণের নাম গীতবিতান,

আমার লৌহবর্মের নাম গীতবিতান,

রণক্লান্ত আমি যে-কুম্ভ থেকে আমার পিপাসা মেটাই তার নাম গীতবিতান,

হ্যাঁ, আমার অস্ত্রের নামও গীতবিতান

আগামী একহাজার বছরেও যা ভোঁতা হবে না।