ফুলবাড়ীয়া প্রতিদিন

এগিয়ে থাকে, এগিয়ে রাখে

সাহিত্য

এসো আমার ঘরে

এসো আমার ঘরে
জামাল হোসেন

বৈশাখের রুদ্র প্রহরে যদি তুমি প্রশান্তি চাও
তবে চলে এসো আমার ঘরে এই বাংলায়

সিল্ক চন্দন হিরে জহরত নয়
বালুকা বেলায় কাঁশফুল বিছানা দেবো
বাউলের একতারা দেবো
দেবো রাখালের মেঠো সুর
দোয়েলের গান দেবো
ঝুড়ি ভরে মান অভিমান দেবো
লাল পাড় শাড়ী দেবো
এক ঠাই স্নিগ্ধ নীলজলে
হাত ধরে মধুমতি পাড়ি দেবো

ঝিঁঝি ডাকা রাত দেবো
হাতে প্রেমময় হাত দেবো
যে আলোর মশাল জ্বেলে
জোনাকিরা ভেসে চলে
আঁধারে পথ হারালে
সে আলোর প্রদীপ আমি তোমাকে দেবো
সন্ধ্যার মেঠোপথ যে পথে হারায়
সেই পথে ছেলেবেলা খেলা দেবো
হারানো বৈশাখী মেলা দেবো

বহু যত্নে জমিয়েছি
এক আনা দুই আনা করে
মোট ষোল আনা
তাই দিয়ে মেলা থেকে
কিনে দেবো বাঁশের বাঁশি
কিনে দেবো ঠোঁটে মিষ্টি হাসি

বিনিময়ে চাই না কিছু
চাই চাই শুধু তোমার পায়ের নুপুর
যে নুপুরের নিক্কন ভেসে যায় বহুদুর
আর চাই একটি নিঝুম দুপুর
যে দুপুরের অগ্নিদহনে পুড়ে যায় ঘাস
আর পুড়ে যায় পৃথিবীর দীর্ঘশ্বাস