ফুলবাড়ীয়া প্রতিদিন

এগিয়ে থাকে, এগিয়ে রাখে

সাহিত্য

তুমি আছো হৃদয়পুরে

তুমি আছো হৃদয়পুরে

               মিনতিগোস্বামী (ভারত)

জোড়াসাঁকোর উজ্জ্বল নক্ষত্র নোবেলজয়ী কবিগুরু 

বিহারীলালের পথ পেরিয়ে গীতিকবিতা করে শুরু

প্রকৃতি আর প্রেমের পিছু​ সারাটা জীবন ধাওয়া

সীমার প্রান্ত ছাড়িয়ে অসীমেই তার সব চাওয়া।

সত্য সুন্দর মঙ্গলের জন্য ই তার জীবন সাধা

ঋষির দর্শন উপলব্ধিতেই সংসার হয়নি বাধা

জীবন মৃত্যুর মাঝে দাঁড়িয়ে​ সত‍্য শূধু‌.  সৃষ্টি.

 অন্তর আরতি   শুদ্ধতেই  মানবের মাঝে কৃষ্টি।

অন‍্যায় আর অত‍্যাচারে গর্জেছিল  তোমার লেখনী

জাতপাত আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তোলো তর্জনী

গানে গানে শুনিয়েছো বিশ্ব মানবতার সুর দুঃখে বিপদে তোমার নামেই পূর্ণ হয় হৃদয়পুর।