
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কৃতি সন্তান ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর বাবুল ঝালকাঠির সিভিল সার্জন হিসেবে নিয়োগ পেয়েছেন। তাঁর এই সাফল্যে ফুলবাড়ীয়াসহ সর্বমহলে আনন্দের জোয়ার বইছে।
ডা. হুমায়ূন কবীর বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। শৈশব থেকেই তিনি নাটক, গান ও খেলাধুলায় দক্ষ ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে বড় হয়েছেন।
গত রোববার (৯ মার্চ) সকাল ১০টায় বরিশাল বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর ঝালকাঠি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।
ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর বাবুল ঝালকাঠির সিভিল সার্জন হিসেবে নিয়োগ পাওয়ায় ফুলবাড়ীয়াবাসীসহ সর্বস্তরের মানুষ তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
ফুলবাড়ীয়া প্রতিদিন পরিবারের পক্ষ থেকে নবনিযুক্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর বাবুলকে জানাই শুভেচ্ছা ও শুভ কামনা।