
ফুলবাড়ীয়া উপজেলা শহরের তানযীহুল উম্মাহ মডেল মাদরাসার ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) সকালে শহরের ছনকান্দা সড়কের মাদরাসা ক্যাম্পাসে অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভান্স রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ, ময়মনসিংহ স্বদেশ হাসপাতালের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ কামরুল হাসান মিলন।
বক্তব্যে তিনি তানযীহুল উম্মাহ মডেল মাদরাসার শিক্ষা কার্যক্রম এবং মনোরম পরিবেশের প্রসংশা করেন। বলেন, ভবিষ্যতে দেশকে এবং ফুলবাড়ীয়াকে এগিয়ে নেওয়ার জন্য তানযীহুল উম্মাহ মডেল মাদরাসা ভূমিকা রাখবে। এসময় পাঠ্যপুস্তক নির্ভর পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষায় আগ্রহী করতে অভিভাবকদের আহ্বান জানান।
তানযীহুল উম্মাহ মডেল মাদরাসার পরিচালক ও প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আনোয়ার হোসেন জিহাদীর সভাপতিত্বে ও অত্র প্রতিষ্ঠানের কালচারাল শিক্ষক রিয়াদুল ইসলাম শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল হক শামীম, প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থী হাফেজ মোশাররফ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তাহসিনুল আবরার লিছান, শিক্ষানুরাগী ওসমান গনি, হাফেজ মাওলানা শফিকুল ইসলাম ও অভিভাবক সদস্য আব্দুল হামিদ বিএসসি সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে সম্প্রতি প্রতিষ্ঠানটি থেকে একঝাঁক শিক্ষার্থী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল নাইনে সংগীত পরিবেশন করায় তাদের শুভেচ্ছা জানানো হয়। এসময় ২০২৪/২৫ শিক্ষাবর্ষে তানযীহুল উম্মাহ মডেল মাদরাসার সহ শিক্ষা কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখায় শিক্ষার্থী অভিভাবকদের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির পরিচালক ও প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আনোয়ার হোসেন জিহাদীকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয।