
মোবারক হোসাইন : ফুলবাড়ীয়া শহরের ফুড প্লেজার ক্যাফে এন্ড রেস্টুরেন্টের আয়োজনে ব্যবসায়ী এবং সুধী জনদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় ফুড প্লেজার পার্টি সেন্টারে ইফতার মাহফিলে বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীক নেতৃবৃন্দ ও সুধী সমাজ অংশ গ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উবায়দুল্লাহ। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি ফুড প্লেজার ক্যাফে এন্ড রেস্টুরেন্টের মানসম্মত ব্যবস্থাপনার প্রসংশা করে প্রতিষ্ঠানটির ভবিষ্যত সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, আব্দুল্লাহ আল বাকী, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, আলম এশিয়া প্রাইভেট পরিবহনের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, জোবেদা ডেন্টাল কেয়ারের পরিচালক আব্দুর রাজ্জাক সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে ফুড প্লেজার ক্যাফে এন্ড রেস্টুরেন্টের চেয়ারম্যান সাব্বির আহমেদ তাকী বলেন, প্রতিষ্ঠানটি শুধুমাত্র ব্যবসায়ীক উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়নি। এটি সমাজের বেকার সমস্যা দূর করতে ভূমিকা রাখবে।
এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথি ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল্লাহ আগমন করলে ফুড প্লেজার ক্যাফে এন্ড রেস্টুরেন্টের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষক প্রতিনিধি ও শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।